জাগো নবীন বাঙালি


মো ঃ মামুন মোল্যা


জাগো জাগো জাগো, হে নবীন বাঙালি জাগো;
শহীদের রক্তে কেনা এ বাংলা
মেঘাচ্ছন্ন গগন লয় করে জয় করেছে ভানু।


মুক্ত রক্তিম অরুণোদয় ঘরে ঘরে;
চাউল নেই ঘরে,পেটে জ্বলছে দাও দাও করে অনল;
বাচ্চা কেঁদে কেঁদে  ক্লান্তে ঘুম,
মা বাবা কিংবা স্বজন হারানো বেদনা;
রাতের নিদ্রা কেড়েছে; তবু একটি আশায় বেঁচে আছি,
বাংলা তো স্বাধীন হয়েছে?


পাখির মত স্বাধীন কণ্ঠে বলতে পারি কথা;
দুঃখে সুখে থাকবো মোরা একই সুতায় গাথা;
পুষ্পের মত সৌরভ ছড়াবো মোরা কাঁদে কাঁদ রেখে;
দীর্ঘ প্রতীক্ষায় কোটি কোটি বাঙালি
বক্ষ বেঁধে ছিল এত কাল।


সরল জনতা পেয়ে অতি কৌশলী
মুক্তি যুদ্ধের পক্ষের মানচিত্রের
পোস্টার লাগিয়ে অথবা ধর্ম কে ঢাল বানিয়ে
পেয়েছে বল করছে ছল।


চলা পথে মা বোনের সম্ভ্রম নিয়ে করছে টানাটানি;
পথে ঘাটে শত হচ্ছে রাহাজানি;
পড়ছে কত শত লাশ! কত মার কোল হচ্ছে খালি;
জাগো জাগো জাগো হে নবীন বাঙালি
শহীদের রক্তে কেনা এ পুষ্পে ভরা বাংলা;
দেশদ্রোহী দুশ্চরিত্র অত্যাচারকারী কে রুখে দিতে
জাগো জাগো জাগো হে নবীন বাঙালি জাগো।
লেখা ২২-৫-১৭