কে আমি?


মো ঃ মামুন মোল্যা


কে আমি?


প্রশ্ন করি আমার বাড়ির চত্বরের আম গাছের কাছে;
আম গাছের বাগ্বিধি,ভাই আমি জানিনা শুধাও কাঁঠালের কাছে;


কে আমি?  


প্রশ্ন করি আমার বাড়ির কাঁঠালের কাছে;
কাঁঠালের বুলি,কবি আমি জানিনা শুধাও দোয়েল বিহঙ্গের কাছে।


দোয়েল বলে,বন্ধু আমি জানিনা শুধাও শাপলা পুষ্পের কাছে;
শাপলা বলে,আরে পাগল আমি জানিনা শুধাও সুন্দর অরণ্যের কাছে;


কে আমি?


প্রশ্ন করি আমার দেশের সুন্দর অরণ্যের কাছে,
সুন্দর অরণ্য বলে আরে ভাবুক কবি আমি জানি না শুধাও বাঘের কাছে;


কে আমি ?


প্রশ্ন করি আমার দেশের বাঘের কাছে,
বাঘ বলে আরে যুক্তিবাদী তুমি নাকি নদী মাতৃক দেশের মানুষ?
আমি জানিনা শুধাও নদীর কাছে ;


কে আমি?


প্রশ্ন করি আমার দেশের নদীর কাছে ,
নদী বলে আরে কবি আমি জানিনা
শুধাও তোমার দেশের কাছে;


কে আমি?  


প্রশ্ন করি আমার মাতৃভূমির কাছে;
দেশের বচন; শত সাধনায় দিলাম তোমার পরিচয় তুমি খাঁটি বাঙালি।