ওহে বাংলার শাসকেরা বলো?


ওহে বাংলার শাসকেরা বলো?
যদি স্বাধীনতার এই বুকে,
এখনো চলে চলে,
শোষণ পীড়ন খুন গুম ধর্ষণ,
অন্যায় অবিচার,
রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসী,
জেনা ব্যভিচার,
জুলুম নির্যাতন লুটপাট ছিনতাই,
দুর্নীতি দুষ্কৃতি কালোবাজারি,
চোরা চালানী ব্যাপক হারে ৷


তাহলে কি লাভ হলো?
এ দেশ স্বাধীন হয়ে?
এক শোষণের শাসন থেকে মুক্তি পেয়ে,
আর এক শোষণের শাসনে সারাক্ষণে,
এটাই কি ছিলো কাম্য আমাদের ?
বলো বাংলার শাসকেরা বলো ?


তাইতো আজ প্রত্যহ দেশে চলছে,
খুন খারাপি রক্তের স্রোত,
জাগ্রতে সবার এখন কেটে কেটে যায়,
কেঁদে কেঁদে যায় সুখের বসত।


জীবনের মায়া করে,
কেউ পারেনা সুখে ঘুমোতে,
প্রাণ যে কবে নেয় কেড়ে,
আতংকে থাকে সদা সততে।


হোতম পেঁচার মতো,
সবাই থাকে সদা জাগ্রতে,
মরণ যেন সবার,
মহামারীর মৃত্যুর মতনে।


কি করুণ বিভীষিকা?
সবার জীবন সদা সততে ,
মৃত্যুর ভয়ে সবাই,
নিদারুণ থাকে ভয়ে ভয়ে।      


ছিলোনা কেউ কখনো,
জাগ্রতে কোন দিবা রজনী,
সুখের নিদ্রায় ছিলো,
সবার দেহ অন্তর পেশি।


হাসিখুশি ভরা ছিলো,
সবার সংসারে,
সুখের হাওয়া ছিলো,
সবার দেহ অন্তর মূলে ৷


মিনতির স্বরে বলি,
ওহে বাংলার শাষকেরা তোমাদেরকে,
যার কারণে দেশ স্বাধীন হয়েছে,
তা কি দেশের জনতা পেয়েছে ফিরে?
কোথায় পেয়েছে বলো না আমারে?
তবে কেন আজও?
বাংলা ভাষা গর্তের ভিতরে?


তবে কেন আজও বাংলা ভাষার,
হয়নি কোথাও উঁচু স্থান?
তবে কেন আজও বাংলা ভাষার,
হয়নি কোথাও মূল্যায়ন?
তবে কেন আজও পরের ভাষা,  
উচ্চ জজ কোট আাদালতে?
তবে কেন আজও,
পর-ভাষার শিক্ষার্থীরা উচ্চ চাকুরীতে?


ওহে বাংলার শাসকেরা বলো?
বিবেকের জ্ঞান থেকে বলো?
তোমরা কি দিতে পেরেছ,
এ বাংলার কাঙ্ক্ষিত স্বাধীনতা?


তবে কেন আজও ?
বাংলার বুকে শত পরাধীনতা?
তবে কেন আজও?
স্বার্থান্বেষীরা বাংলার ভুবনে?  
রুধি পল চুষে নিচ্ছে,
দানবের মতো রুপ ধরে।


ওহে বাংলার শাসকেরা বলো?
মনের বিবেক থেকে বলো?
কিসের জন্য স্বাধীনতা?
নিয়ে এসেছে  বাঙলাতে?
কিসের জন্য স্বাধীনতা?
প্রতিষ্ঠিত করেছে বাংলাতে?
কিসের জন্যে রুধি রক্ত?  
দিয়েছো শত জন বিলিয়ে?
কিসের জন্যে অজস্র,
যুদ্ধে প্রাণ দিয়েছো বিলিয়ে?


ওহে বাংলার শাসকেরা বলো?
মনের আদল থেকে বলো?
শত রক্তাক্ত প্রাণের,
কি মূল্যায়ন দিলে?
যাদের রক্তের স্রোতে,
এ দেশ হলো স্বাধীন-ময়ে।  
তাদের রক্তের মূল্য,
নেই কি তোমাদের কাছে?
তাহলে কেন করছো?
দেশের সব কিছু ক্ষরণে?


ওহে বাংলার শাসকেরা বলো?
নিজের বিবেক কে প্রশ্ন করে বলো?
স্বাধীনতা পেয়ে যদি,
মানুষেরা যাতনায় থাকে,
খুন খারাপি জুলুম যাতনায়,
নিত্য তারা থাকে,
তাহলে স্বাধীনতা পেয়ে,
তাদের কি লাভ হলো?
এই বাংলার কূলে?


ওহে বাংলার শাসকেরা বলো?
হৃদয়কে প্রশ্ন করে বলো?
স্বাধীনতা পেয়ে যদি,
মানুষের চোখের জল ঝরে অঝরে?
শোক বেদনায় কাটে,
তাদের জীবন সারাক্ষণে,
আতঙ্কে সদা সর্বদা থাকে,
তাদের দেহ মন অন্তরে।
তাহলে স্বাধীনতা পেয়ে,
তাদের কি লাভ হলো?
এই বাংলার কূলে ?
বলো বাংলার শাসকেরা বলো?