স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?


বর্তমান সমাজের পেক্ষাপট দেখে,
একটি বেদনার্ত মূলক কবিতা ৷
ছন্দ, অক্ষরবৃত্ত ৷


স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?
বাঙলা ভাষা আজ দেশে ধ্বংসের মুখে,
যে ভাষার জন্য প্রাণ দিলো ত্রিশ লাখে,
যে ভাষার জন্য  হলো  দেশ স্বাধীনতা,
সে বাঙলা ভাষা আজ  রাষ্ট্রে অক্ষমতা?
স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?


স্বার্থন্বেষীরা শক্তির মোহে রাজপথে,
চরমপন্থিরা করিতেছে লুট-পাটে ।
নিত্য দিন চলছে খুন গুম প্রান্তরে-
নিত্য দিন চলছে সুদ ঘুষ দপ্তরে৷
স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?


স্বৈরাচারীরা দেশটাকে গ্রাস করছে,
মাজলুম মা বোনে হাহাকারে কাঁদছে।
সাধারণ জনে বেকারত্বে পরে  আছে,
ক্ষমতাসীন সবখানে নেতা সেজেছে৷
স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?


সবুজ বাংলা আজ রক্তের দাবানলে,
চারিদিকে ভাসছে শোকের আখিজলে,
কোথাও কেউ থাকেনা মুক্ত নিরাপদে,
আতংকে সবার প্রাণ কাদে আর কাদে।
স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?


ক্ষমতা যখন যার সে দেশকে চুষে,
দেশের মাজলুমরা বেদনাতে ভাসে,
চতুর্দিকে করে ধুধুময় মরুচড়ে,
কষ্টের বালুচড়ে সবার মন পুড়ে।  
স্বাধীনতা, বাংলার হয়েছে কি স্বাধীনতা?
বলো বাঙলার সকল মুক্তিযোদ্ধারা?
বলো বাংলার সকল শাসক গণেরা ?