ত্রাণ আত্মসাৎ ।


কভিড নাইনটিন করোনা,
দেশে নিয়ে এলো মহামারী মহা দুর্যোগপনা,
লক্ষ কোটি জনতা মৃত্যুর দুয়ারে সর্বক্ষণা,
লক্ষ কোটি জনতা ক্ষুধার যাতনায় মৃত্যুপণা।
সেই লক্ষ কোটি  জনতার পাশে দাঁড়াতে-
দেশের বঙ্গ মাতা শেখ হাসিনা-
লক্ষ কোটি ত্রাণ করিলো প্রণোদনা।
সেই লক্ষ কোটি ত্রাণ  আত্মসাৎ করিলো-
এদেশের অসাধু নেতারা।


যারা গরিবের ত্রাণ  আত্মসাৎ করে-
তারা তো মানুষ নয় ঘাতক সমতুল্যে।
আজ তাদের কারণে -
লক্ষ কোটি জনতা মৃত্যুর দুয়ারে।


যারা গরিবের ত্রাণ নিয়ে করে খেলনা ,
যারা গরিবের প্রাণ নিয়ে করে খেলনা ,
তারা তো নিজেই দানব রূপী নব্য আর এক করোনা।
তাইতো তারা গরীবের ত্রাণ নিয়ে করে খেলনা ,
তাইতো তারা গরীবের প্রাণ নিয়ে করে খেলনা ,
তাদের কি  হওয়া উচিত ভেবে বলোনা?


আমি মনে করি-
তাদেরকে বিচারের আওতায় আনতে হবে,
আমি মনে করি-
তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে।
আমি মনে করি-
তাদেরকে সাজা স্বরূপ ফাঁসি দিতে হবে/অথবা
যাবত জীবন জেল দিতে হবে,  
আমি মনে করি,
তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে,
গরীব অসহায়ী জনতার মাঝে,
বণ্টন করে দিতে হবে।


যারা গরীবের প্রাণ নিয়ে  করবে খেলনা-
যারা গরীবের ত্রাণ নিয়ে  করবে খেলনা-
তাদের শাস্তি  এমনি দিতে হবে,
যাতে ভবিষ্যতে আর অসাধু নেতারা,
এমন দুর্নীতি করতে না পারে।  


তাদের কি বিচার হবে এ বাংলার মাটিতে?
যুগে যুগে অনেক অসাধু নেতারা-
মুক্তি পেয়েছে ঘুষের বিনিময়ে।  
তাদের ক্ষমতার কাছে সবাই নত,
তাদের কাছে আছে যে মরণ ঘাতী অস্ত্র।
প্রাণের ভয় সবাই করে,
তাইতো তারা মুক্তি পায়-
জেল হাজত কোট কাচারী থেকে।  


সংক্ষিপ্ত।