কামনা-বাসনার উদভ্রান্ত জীবন পেরিয়ে,
কপটতা ও ছলনার মরীচিকা ডিঙিয়ে
আমি ভেসে চলেছি চিরায়ত সত্যের সন্ধানে
যেখানে অনিন্দ্য সুন্দরের মাঝে হৃদয়ে আবেগ ওঠে,
কষ্ট-দুঃখের মাঝে সবুর ও ধৈর্যের ফুল ফোটে
হাহাকার ও যন্ত্রণার ধ্রুপদীতে-সংগীতে ভেসে যায় মন
ছিঁড়ে যায় সকল অনাহত বন্ধন
চিন্তা ও দর্শনের জগতে ঘটে মহাপ্লাবন
সংকীর্ণ হয়ে আসে পার্থিব চাওয়া-পাওয়ার সমীকরণ
মন শুধুই ফিরে যেতে চায় আত্মার জগতে,
যার চিরন্তন আবেদন মানুষকে আধ্যাত্মিকতার পাঠ পড়িয়েছে চিরকাল