আলেয়ার আলোয় আলোয় জীবনের পথ চলে
অর্বাচীণ সভ্যতার দেশে মানবতার শরাব ঢেলে ঢেলে
আমি একাকী পথ চলেছি
নিরন্তর পথিকের বেশে।
যদিও কাটে না রেশ হাড়ভাঙা খাটুনিরত
ফোটে না বসন্তের ফুল রঙিন করে
আসে না সুখ শান্তির পশরা সারাজীবন ধরে।
তবুও মানবিক প্রশান্তির মানসিক শান্তি হৃদয়ে ধারণ করে
অযাচিত দুঃখ কষ্ট ও যন্ত্রণার ভাগ শেয়ার করে
আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি
জটিল সংসার যাত্রার অতল গর্ভে।