আমি নিশ্চিত জানি, চলে যাব
হারিয়ে যাব
সুন্দর পৃথিবীর মায়া কাটিয়ে
পরপারে, ছেড়ে যাব কিছু স্মৃতি
ছেড়ে যাব সোনালি অতীত জীবনের
বর্ণিল দিনগুলো।
কালের সাক্ষী হয়ে আমি
পাড়ি দেব অজানা জগতের পথে,
হয়তো ভয়ে দুরু দুরু বুক কাঁপবে
কী হবে, কী হবে না, কিছুই নেই জানা
তবুও থেমে নেই
আমার স্বপ্ন
থেমে নেই
আমার নিরন্তর পথচলা,
কেউ কখনও করেনি আমাকে স্বপ্ন দেখতে মানা।
জানি মৃত্যুর হিমশীতল স্পর্শ
আমাকে ঘুম পাড়িয়ে দেবে চিরতরে
নিথর দেহ
মিশে যাবে মাটির সাথে,
অণু-পরমাণু হয়ে আমি
বিরাজ করব জগৎমাঝে।
কী ভীষণ সত্য!
উলঙ্গ জ্বলন্ত সত্য!
তবুও আমি স্বপ্ন দেখি
বেঁচে থাকার,
জীবনকে গড়ার,
এমন হাজারো স্বপ্নের জাল বুনে
আমি একটু একটু করে
এগিয়ে চলি মৃত্যুর পানে।
এমন জ্বলন্ত সত্য সামনে আছে
জেনেও আমি স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখাই,
আত্ম-উপলব্ধির চূড়ায়
আরোহণ করে শুধুই
অনুভব করেছি যে,
স্বপ্নের মাঝেই নিহিত আছে আমার জীবন।