ঘোর অমানিশার অন্ধকারে আমি ব্যথিতের বেদন শুনেছি
অশ্র“সিক্ত নয়নে শুনেছি তাদের বুকফাটা কানড়বা
অনুভব করেছি তাদের অন্তরের হাহাকার
যা আমার হৃদয়কে নিমেষেই ছুঁয়ে গেছে গভীরে
সবকিছু হৃদয়ের গভীরে ছুঁয়ে যায় না
কষ্টের মহাকাব্য সহজে ভোলা যায় না
যায় না ভোলা আলো-আঁধারের খেলা
যায় না ভোলা ভয়াল রাত্রির সেই থাবা
যে থাবার এক ঝাপটায় জীবনের সবকিছু উলটে-পালটে যায়
এলোমেলো হয় যায় জীবনের ধারা
জটিল হয়ে আসে জীবনের সমীকরণগুলো
যে সমীকরণের সমাধান করতে
কেটে যায় দিনের পর দিন
কেটে যায় মাস বছর
তবুও মেলে না উপায়
বরং বেড়ে যায় সমস্যার বহর
যে বহরে একদিন যোগ দেয় বার্ধক্য
যার ছোঁয়া লাগে হৃদয় মনে
হারিয়ে যায় যৌবনের সরস অভিব্যক্তি
মনে ধরে না অসাধারণ কোনো উক্তি
শুধুই মনে হয় আমি নিঃশেষ হয়ে যাচ্ছি
কিছুই তখন ভালো লাগে না
ভালো লাগে না আকাশ
ভালো লাগে না বাতাস
গুমোট লাগে শুধুই আমার চারপাশ
কিন্তু একটা সময় ছিল
যখন আমার চারপাশে জীবনের গল্প ছিল
স্বপেড়বর মায়াজালে দুরন্ত যুবকের উচ্ছা¡ স ছিল
মনের গভীরে প্রেয়সীর ভালোবাসার পরশ ছিল
কিন্তু আজ তা নেই