আমি চুপ করে থাকতে পারি না
আমি চুপ করে থাকতে জানি না
চুপ করে থেকে জীবনভর
পরাজয়ের কণ্ঠহার পরতে জানি না।
আমি জ্বলন্ত অগিড়বর কুণ্ড
চারিদিকে ছড়ায় শুধুই স্ফুলিঙ্গ
অন্যায়ের প্রতিবাদে তুলি হুংকার
হোক-না যে-কোনো কাণ্ড।
কোনো কাণ্ডের ভয় পাই না
যেদিন থেকে বুকে বেঁধেছি আমি পাষাণ
জেনেছি জীবনে চলার পথ নয় আসান
সেদিন থেকে মৃত্যুকেও আমি ভয় পাই না,
ভয় পাই না দুঃশাসনের
ভয় পাই না স্থবির এই সমাজব্যবস্থার,
যেখানে শোষণ বঞ্চনা ও হাহাকারের
নির্লজ্জ থাবা ছড়িয়ে আছে সমাজের অলিতে গলিতে।
সেই অখ্যাত গলিতেই
কোনো এক সূর্যসড়বাত ভোরে
জন্ম নেয় কোনো এক বিস্ময়কর শিশু
যে সমাজ দেশ ও রাষ্ট্রের চেহারা বদলে
দেওয়ার শপথ নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে।
বেড়ে ওঠে নিষ্পেষিত সমাজের প্রতিনিধি হিসেবে
বেড়ে ওঠে প্রতিবাদের তীব্র গর্জন নিয়ে
যে গর্জনে সাড়া দেয় লাখো লাখো জনতা
পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ে সবখানে
সেই ঢেউয়ের আঘাতে
সমাজ রাষ্ট্রে ঘটে যায় আমূল বিপব,
যে বিপে
বর রেশ থেকে যায় ইতিহাসের পাতায়।
সেই সোনালি ইতিহাস পাঠ করে
সকলে চুপ থাকতে পারে না
সকলে চুপ থাকতে জানে না
সকলের চুপ থাকা ঠিক না
একদমই ঠিক না।