রিক্তের বেদন কে শোনে এই দুনিয়াতে
অসহায়ের কষ্ট কে বোঝে অন্তর হতে
নিঃস্বকে কে দেখে মানবতার দৃষ্টিতে
নিপীড়িতদের পাশে কে থাকে উদার ভঙ্গিতে
উদার মানসিকতার বড়োই অভাব এই প্রাণহীন সমাজে
চারিদিকেই দেখি অসুস্থ হায়েনাদের থাবা
গ্রাস করে চলেছে সমগ্র সমাজটাকে
ছাড়িয়ে গেছে তাদের নির্লজ্জতার সীমা
হাহাকার বঞ্চনা ও শোষণের বীজ
ছড়িয়ে পড়েছে সমাজের অলিতে গলিতে
দুর্নীতি ও দুঃশাসনের অপকর্মে ঢাকা পড়ে গেছে
মেহনতি মানুষের বেঁচে থাকার স্বপড়ব
অসাড় হয়ে গেছে সমাজের শৃঙ্খল
বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে হয়রান।
সত্যের আলো ক্ষীণ হয়ে আসছে
ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতিবাদের ভাষা
কী এ যুগ এলো
কী সমাজ এ সর্বনাশা!
মানবতার কথা মুখেমুখে
মানবতার সেবা সমাজপতিদের হাসিমুখে
অন্যায় অপকর্মে মানবতা ভূলুণ্ঠিত চারিদিকে
মানবতা তিমিরেই রয়ে গেল জনশ্রুতিতে
তাহলে সবকিছু কি শেষ হয়ে গেল
সবকিছু কি নষ্টদের অধিকারে চলে গেল
পরিত্রাণের পথ বুঝি রুদ্ধ হয়ে গেল
নিভে গেল আশার প্রাণপ্রদীপ
মানবতার শিখা যখন নিবুনিবু!
ঠিক তখনই আশার বাণী শুনিয়ে যায়
উজ্জীবিত তরুণের দল
অমানিশার ঘোর অন্ধকার কাটিয়ে
তারা আনবে নতুন দিনের সূর্য
শোষণহীন নির্মল সমাজ দেশ গঠনে
দেখাবে তারাই উদ্যমতা শৌর্যবীর্য
উষার আলোয় বিদূরিত হবে তিমির রাত্রির নিশান
নিষ্পেষণের দুর্গ ভেঙে হবে চারিদিকে খানখান
ধরায় বইবে পরম শান্তির সুবাতাস
ধন্য হবে দেশের মাটি ধন্য হবে আকাশ-বাতাস
আশাবাদী আমি
মানবতার সূর্য চিরদিন রবে
মানুষে মানুষে প্রেম হবে
জগতের বুকে মানবতা অম্লান রবে
চিরকাল অম্লান রবে।