সেদিন শুনেছিলাম
তোমার কথা এক বন্ধুর কাছে,
প্রবল ইচ্ছের ঢেউ জেগেছিল
দেখব তোমায় দুচোখ ভরে,
দেখা যদি হয় তোমার সাথে।
নিয়তির কী খেলা!
এ যেন মেঘ না চাইতেই জল।
হঠাৎ তোমায় সামনে দেখে
আমার চোখের পানি টলমল!
যেন অনেক দিন পর
আমার প্রাণে বেজেছে মধুর সুর।
করেছিলাম পণ চিরকাল
ধরে থাকব তোমার হাত
আসুক পথে কোনো দৈত্য, দানব, অসুর।
আসছিলে তুমি হনহনিয়ে
রাস্তার এপার থেকে ওপার।
আমিও অপার বিস্ময়ে ছিলাম চেয়ে
হইনি রাস্তা পার।
এক পলকের একটু দেখা
ছিলাম তোমার জন্য আমি আকুল।
থাকত যতই ব্যস্ততা জীবনে
ছিলাম আমি তোমার জন্য পাগল বিলকুল।
সৌভাগ্য আমার মেলেছিল
ময়ূরের মতো পেখমমালা।
যখন তোমার বাসায় বন্ধুর সাথে গিয়ে
জমিয়েছিলাম আলাপের ডালপালা।
প্র ম আলাপেই আড্ডা
তোমার সাথে হয়েছিল বেশ।
এ যেন ছিল অমর ছোটগল্প
শেষ হয়ে হচ্ছিল না শেষ।
আহ্! কী মধুর আলাপ
ছিল মিষ্টি তোমার কণ্ঠ।
যেন তোমার প্রেমের গরল
পান করেছি আমি আকণ্ঠ।
পারিনি ফেলতে পলক আমি
তাকিয়েছিলাম তোমার পানে বহুক্ষণ।
কে জানত তুমিই হবে চিরজনমের সাথি
কাটবে তোমার সাথে আজীবন।