আমি নিজেকে আড়াল করতে চাই না
চাই না আমি মনের মাঝে
প্রাচীর গড়ে মানুষের সাথে
সম্পর্কের এক অদৃশ্য দেওয়াল তৈরি করতে।
চাই না আমি আমিত্বের বেড়াজালে
বন্দি থেকে মানুষকে জানা ও
মানুষের সাথে মেশার সুযোগ
হতে বঞ্চিত হতে।
চাই না কখনও হৃদ্যতা ও সেড়বহভালোবাসার পরশ
হতে নিজেকে দূরে রাখতে,
বরং আমি সকল অহমিকা ও দম্ভের
সূক্ষ্ম পর্দা ছিনড়ব করে মিশে যেতে চাই
জনমানুষের সাথে।
প্রবেশ করতে চাই মানুষের
হৃদয়ের গহিনে,
শ্রদ্ধায় ও ভালোবাসায় মানুষকে
বরণ করতে চাই অন্তরের অন্তস্তল হতে।
আমি মিশে যেতে চাই
জনতার স্রোতে
এগিয়ে যেতে চাই
মহামানবের সাগরতীরে,
যেখানে হৃদয়ের প্রশান্তি
ও মানুষের ভালোবাসা
মিলেমিশে একাকার হয়ে যায়।
যেখানে মানুষের অভিব্যক্তি
ও আচার-আচরণের প্রকাশ
আমার মনকে ছুঁয়ে যায় গভীরে।
আমি চাই স্বর্গীয় প্রশান্তির
অবারিত বারিধারায়
সিক্ত হোক আমার মন,
তাহলে শূন্যতা ও হাহাকার বলে কিছুই
থাকবে না আমার অন্তরে,
অন্তরে থাকবে শুধুই শান্তি
অনাবিল শান্তি!