এটা মুগ্ধতার অনন্য স্বর্গরাজ্য
এখানে হিংসার কালিমা নেই
বিদ্বেষের ভুরিভুরি বিষবাষ্প নেই
নেই শঠতা ও ধূর্ততার ভয়াল মায়াজাল
যে জালে আটকা পড়ে
দিবানিশি কৃতকর্মের ফল বয়ে
আমি হারিয়ে যাব স্মৃতির পাতায়
নিভে যাবে কানের অন্তহীন দিগন্তে।
বরং এখানে আছে শুধুই স্বর্গীয় ভালোবাসা
যে ভালোবাসার সুবাসে অন্তরে প্রশান্তির ঢেউ জাগে
কার্তিকের হিমেল হাওয়ার পরশে মনে উষ্ণতা জাগে
আবেগী মন অচিরেই হারিয়ে যায়
নাম না জানা ভালোবাসার চোরনদীতে
যার ছোট্ট ফুটপাতে পাশাপাশি বসে
প্রিয়ার সহাস্য বদনখানি দেখে
আমি অচিরেই হারিয়ে যাই
স্থান, কাল ও পাত্রহীন এক সুরম মনোরম উদ্যানে