নীল প্রজাপতি হয়ে ডানা মেলেছিলে তুমি
আকাশের বুকে, জেগে উঠেছিল হাজারো তারা
রাত্রির খোলস ভেঙে, ভোরের পাখিরা গেয়ে উঠেছিল গান।
সূর্যস্নাত ভোরে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন
হৃদয়ে লালিত ছিল বহুবছর ধরে সময়ের
হাত ধরে; আলোর মুখ দেখেছিল কোনো এক
পবিত্র দিনে হৃদয়ের গহিনে।
একফালি চাঁদের ন্যায় তুমি দাগ কেটেছিলে
হৃদয়ের গভীরে মিলিত হতে সসীমের সাথে
অসীমের টানে।
পার করেছিলাম সুদীর্ঘ পথ, শেষে
সমুদ্রের অন্তহীন ঢেউ গুনে গুনে
তোমার প্রতীক্ষায় কেটেছে বিশটি বছর।
তীর্থের কাক হয়ে অপেক্ষার প্রহর
গুনতে গুনতে শেষ হয়েছে অধরের সবটুকু পানি।
তৃষ্ণার্ত হৃদয়ে খুঁজে বেড়িয়েছি তোমাকে বনে, জঙ্গলে
কখনও বা মরুর বুকে, খুঁজেছি একটি প্রিয় মুখ
আপন করে চিরজনমের তরে।
আকাশকে বলেছিলাম ধার দিতে এক পশলা বৃষ্টি
যদিও জানি তোমার ঋণ কোনোদিন শোধ দিতে
পারব না আমি।
তবে আমার হৃদয়ের আকাশে যেদিন বৃষ্টি হবে
তা থেকে তোমাকে সবটুকু ফেরত দেব।
কিন্তু মেটেনি মনের তৃষ্ণা
ক্লান্ত আমি, রিক্ত আমি,
অনুশাসনের বেড়াজালে জর্জরিত আমি।
বিরামহীন নগরীর কারিগর আমি
আমার প্রতীক্ষায় দিন গোনে
হাজারো মানুষ।
আমিও স্বপ্ন দেখি
দেখাতে পারি
আমার আলোয় আলোকিত তরুণের
মাঝে বেঁচে থাকে হাজারো স্বপ্ন।
প্রতিদিন অজস্র স্বপ্ন ফেরি করি
মানুষের মাঝে দেশ ও দশের কাজে।
সন্ধ্যার কোল জুড়ে সূর্য ডোবে,
আমিও একদিন ডুবে যাব
হারিয়ে যাব চিরকালের তরে
বিলীন হতে নশ্বর জগৎ হতে
অবিনশ্বরের দিকে
মায়াবী চোখে।