আমি তোমাকে এখনো অনুভব করি
আমি তোমাকে এখনো স্মরণ করি
স্মরণ করি সেই সকল দিনের কথা
যখন আমার সমস্ত অস্তিত্বজুড়ে
আমার সবটুকু সত্তাজুড়ে আমার
মনের মাঝে কেবল তুমিই থাকতে।
তুমি থাকতে সোনালি সূর্য হয়ে
আলো দিতে আমার ভেতরে
প্রকাণ্ড জ্যোতির্ময় আলোর বিচ্ছুরণে
কেটে যেত আমার মনের নিকষকালো আঁধার।
বাইরেও আঁধার রাতে তুমি পূর্ণিমার চাঁদ হয়ে
আমাকে পথ দেখাতে
আমার হৃদয়ে বাসনা জাগাতে
খেলতে আমার সাথে লুকোচুরির খেলা রাত্রির পরতে পরতে।
লুকোচুরি সকলে খেলতে পারে না
লুকোচুরি সকলের সাথে খেলা যায় না
যায় না সকলের সাথে একতালে পথচলা
যায় না সকলের সাথে এক সুরে গান গাওয়া
গান গাইতে কণ্ঠ লাগে
গান গাইতে সুর-তাল-লয়ের মেলবন্ধন লাগে
মেলবন্ধন সকলের জীবনে থাকে না
থাকে না সকলের জীবনে ছন্দ
থাকে না সকলের জীবনের আনন্দ
আছে কিছু কিছু মানুষ
যাদের জীবনে রয়েছে শুধুই নিরানন্দ
নিরানন্দের ভাগীদার কেউ হতে চায় না
আবার না হয়েও অনেকের উপায় থাকে না
থাকে না উপায় অসহায়ের মতো পথচলা
থাকে না উপায় দুঃখ কষ্ট যন্ত্রণার বোঝা না বয়ে চলা।
আমি কষ্ট যন্ত্রণাকে ভয় পাই না
আমি বিপদের প্রহর গুনে দিশেহারা হই না।
দিশেহারা হলেও মনোবল হারায় না,
কিন্তু তোমাকে তো ঠিকই হারিয়ে ফেলেছি
জানি না কোথায় আছো
কতদূরে আছো
তবুও তুমি আছো
এ বুকের মাঝে সকাল দুপুর সাঁঝে
কারণ তোমাকে আমি আজও অনুভব করি
প্রতিদিন অনুভব করি
চিরদিন অনুভব করব।