আমি বয়সের ভারে নুয়ে পড়িনি
আমি বয়সকে বোঝা মনে করিনি
তারুণ্যের জয়গানে মুখরিত আমি
হিমালয় ছুঁতেও কখনো পিছুপা হয়নি।
পিছুপা হয়নি আমি সত্যের আলো জ্বালাতে
পিছুপা হয়নি আমি অপরাধের ভিত টলাতে
অপরাধের প্রতিবাদ সকলে করতে জানে না
অনেকে জেনেও প্রতিবাদ করতে পারে না
তারাই পারে যাদের কলিজা আছে
তেজ আছে, বলিষ্ঠ প্রত্যয় আছে
আছে পৌরুষদীপ্ত গর্জন
যে গর্জনে আছে অমিয় বাণী
যে বাণী আছে হৃদয়ের মাঝে
সেই হৃদয়ের মাঝেই প্রতিবাদের ভাষা আছে,
শত ঝড়ঝঞ্ঝা সয়ে প্রতিকার করার
অন্তরে জোরালো বাসনা আছে।
বাসনা সকলের থাকে না
কারণ সকলের মনে দরদ থাকে না
দরদ তাদেরই থাকে যারা
মানুষের জন্য মানবতার জন্য ভাবে
খুব কাছ থেকে তাদের দুঃখকষ্ট
অনুভব করে।
এই অনুভব করাটাই একপ্রকার মহানুভবতা
অনুভবের শক্তি সকলের থাকে না
সকলে অনুভব করতে জানে না
তারাই পারে যাদের মনে প্রেম আছে
যাদের মনে ভালোবাসা আছে
যে প্রেমের ঐশী আলো
সকলের ভাগ্যে জোটে না
অনেকে পেয়েও তা ধরে রাখতে পারে না
আমি সেই ঐশী আলোর সন্ধানে আছি
যা চিরকাল আমাকে আলোকিত করবে
চিরকাল আমাকে অমর অক্ষয় করে রাখবে।