ভালোবাসা সকলের ভাগ্যে জোটে না
সকলের মুখে জগতে হাসি ফোটে না
সোনার চামচ মুখে দিয়ে
সকলে ধুলার এ ধরণিতে আসে না
আসে না সকলে জাঁকজমকের দুনিয়ায়
আসে না সকলে যেখানে আছে শুধু খাইখাই
খাইখাই স্বভাব সকলের থাকে না
থাকে কিছু মানুষের যারা সম্পদের
পাহাড় গড়েও থামতে চাই না
চাই না থামাতে তাদের লোভ লিপ্সা
চাই না থামাতে তাদের ভোগবিলাসের চাকা
যে চাকার ফাঁদে আটকে পড়ে
চারিদিকে অগণিত মানুষ দিশেহারা।
দিশেহারা মানুষের পাশে কেউ থাকে না
দিশেহারা মানুষের দুঃখ সকলে বোঝে না
অনেকে বুঝেও জানতে চাই না
অনেকে জেনেও কিছু করতে পারে না
কিছু মানুষ পারে
যাদের হৃদয়ে ভালোবাসা আছে
আছে ভালোবাসা শুধুই মানুষের জন্য
আছে ভালোবাসা মানুষের জন্য অনন্য
যে অনন্য ভালোবাসার জুড়ি এ জগতে নেই
যে অনন্য ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়
বাঁচাতে শেখায় হাজারো মানুষকে
বাঁচাতে শেখায় হাজারো অসহায় মজলুমকে
জগতে মজলুমের পাশে সকলে থাকে না
জগতে মজলুমের দুঃখ সকলে বোঝে না
মজলুমের দুঃখ তারাই বুঝেছে
যারা জগতে মানুষ হতে পেরেছে
সকলে জগতে মানুষ হতে পারে না
সকলে জগতে মানুষ হতে জানে না
অনেকে জেনেও কখনো মানুষ হতে পারে না
কারণ মানুষ হওয়ার চেয়ে বড়ো কাজ আর এ জগতে নেই।
তাংÑ০৪/১০/১৯ ইং, ঢাকা।