অস্তিত্বে থেকে অনস্তিত্বের দুর্বার ঢেউ বয়ে যায় হৃদয়ের গহীনে
বিমুগ্ধ ধরণীয় অজস্র ঘটনার বিস্ময় আমাকে নিঃসঙ্গ করে গোপনে
অন্তহীন সময়ের প্রহর শুনে শুনে ক্লান্ত শীর্ণ জীর্ণ পথিক আমি
আমারই মাঝে অনুভূত হয় মহাকালের অদম্য ঐশী শক্তি।
তবুও না পাওয়ার বিষাদে পাওয়ার আনন্দে ম্লান ঘটে
পরিণয়ের প্রশান্তিতে প্রণয়ের স্বাদ তেঁতো বটে
বাসনার জ্বালা আমাকে পোড়ায় সারাক্ষণ
কামনার অন্তহীন ঢেউয়ে নোঙর করে আমারই অতৃপ্ত আত্মা
স্বপ্ন সাধনা জন্ম মৃত্যু সব কিছুই পানসে হয়ে যায় জীবনের অন্তিমলগ্নে।