মনে হাজারো কষ্ট ছিল
তবুও ছিল চোখে স্বপ্ন একরাশ,
প্রত্যয়ের দৃঢ় অঙ্গীকার নিয়ে
সব বাধা-বিপত্তি
অন্তরে সয়ে, সর্বোপরি
ভয়কে তুচ্ছ জ্ঞান করে
এগিয়ে চলেছি আমি
আগামীর পথে।
হোঁচট খেয়েছি পদে পদে
ঘুরে দাঁড়িয়েছি আবার,
তবু হারাইনি মনোবল
আছি সিদ্ধান্তে
অটুট অবিচল।
ক্লান্ত আমি,
পরিশ্রান্ত আমি,
দুঃখের সাগরে
নোঙর করা সাহসী মাঝি আমি,
আবার চাঁদনি রাতে
প্রিয়ার প্রতীক্ষায় রাত কাটানো
প্রেমিক আমি।
আজও স্বপ্ন দেখি
দুঃখের তরঙ্গ পেরিয়ে
একদিন আমি পৌঁছে যাব
জীবনের নিশ্চিন্ত উপকূলে,
করব বিশ্বজয়,
বিধাতার আশীর্বাদে
পাব ধন্য জীবন সুনিশ্চয়।