অভিমান তুমি করতেই পারো
মনের জ্বালা তুমি কইতেই পারো
রাগ-অনুরাগের প্রহর গুনে
আমাকে প্রশড়ববাণে জর্জরিত করতেই পারো।
আমি বলিনি
আমি সার্থক মানুষ তোমার কাছে
ভুল আমারও আছে জীবনে চলার পথে
তবে পারি না
আমি চুপ করে বসে থাকতে
পারি না বোবা মানুষের মতো অভিনয় করতে
যখন রাগে তোমাকে বলি দু-চার কথা
আমারও ওঠে অন্তরে সীমাহীন ব্যথা
আমি পারি না সইতে
পারি না কিছু কইতে
অসাড় অবশ হয়ে যায় মন
মাঝেমধ্যে অন্তরে ঘটে যায় পাবন
প্রিয়ার বেদনায় ডুকরে ডুকরে কেঁদে ওঠে হৃদয়-মন।
মনের বাঁধ ভেঙে যায়
বিস্তৃত জলরাশির অবিরাম ধারা
চুইয়ে চুইয়ে আমার গাল বেয়ে পড়তে থাকে।
স্তব্ধ হয়ে যায় আমি
স্তব্ধ হয়ে যায় আমার চারপাশ
পৃথিবীটা ছোটো হয়ে আসে আমার কাছে
তবুও ছাড়ি না আমি হাল
ছাড়ি না মনের বিশ্বাস ও মনোবল
সকল ভুল বোঝাবুঝির দায় নিয়ে
আমি আবারও এসে দাঁড়ায় তোমার সামনে
তোমার দু-চোখে তাকাতেই
আগুনের এক পরশমণি
আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে,
উষ্ণ আলিঙ্গনে আমি
এক স্বর্গীয় শীতলতা অনুভব করি,
ক্ষণিকের বিরহ হলেও
তোমাকে আমি কখনোই ভুলি না
তোমাকে ভোলা যায় না
কোনোদিন ভোলা যায় না।