সভ্যতার কালো ধোঁয়া উড়িয়ে
আকণ্ঠ করেছি বিষপান
চাকচিক্য, জৌলুশ ও ইমারতের মাঝে
হারিয়ে গেছে প্রাকৃতিক ভারসাম্য
প্রতিশোধের আগুনে হটাৎ দাউ দাউ
করে জ্বলে ওঠে প্রকৃতি
অদৃশ্য সৈনিকেরা ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে
চারিদিকে যমদূতের দানবীয় নৃত্য
মৃত্যুর মিছিলে ভারী হয়ে আসে আকাশ বাতাস
ভীত সন্ত্রস্ত বসুধা !
বিশ্বনেতাদের কাদা ছোড়াছুড়িতে মহাবিপর্যয়ের আভাস
মৃত্যুর পরোয়ানা নিয়ে মানুষের দ্বারে দ্বারে নৃত্য করে কভিভ-১৯
তবুও টলেনা মানুষের মন
ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর স্বাদ বড্ড তিতা মনে হয়
বাঁচার বড়ই আকুতি !
সবাই আজ চেয়ে আছে ঈশ্বরের পানে
চেয়ে আছে মহাবিপদ হতে চিরমুক্তির টানে