বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে ছারখার আমার অন্তরাত্মার লালগালিচা
বিরহের করুণ সুরে কাতর আমার সত্ত্বার প্রতিটি অনু পরমাণু
তবুও থেমে নেই আমার অবিরাম পথচলা
থেমে নেই হৃদয়ের গহীনে লুকানো কথা তোমাকে বলা
আবদ্ধ নেই অনুরাগের সিক্ত ছোঁয়া
বাসনার ঢেউ
কামনার জাজ্বল্যমান আগুন
দূরত্বের গণ্ডিতে
সবকিছুই যেন আমাকে ঘিরে থাকে সারাক্ষণ
তবুও পাওয়া –না পাওয়ার সমীকরণ ভুলে
ভাঙা গড়ার বৃহৎ জীবন মেলায় ঘুরে ঘুরে
আমি ছুটে চলেছি পথিকের বেশে
দিন রাত বছর ঘুরে ঘুরে
ক্লান্তির প্রহর গুনে গুনে অবশেষে
আমি ছুটে চলেছি
আল্লাহর কৃপায় ভাগ্যের সন্ধানে
অনাড়ম্বর মুখশ্রী নিয়ে
হেঁসে হেঁসে
তাং-২৬/০৮/২০২০ , ঢাকা ।