ভালোবাসার অনন্ত সমুদ্র তুমি কি দেখেছ
দেখেছ কভু তার অতলস্পর্শী রূপ
ঐশ্বর্যের অমূল্য খনি
যার তলদেশে শেষ হয়ে যায় জ্ঞান বিদ্যা বুদ্ধি
শেষ হয়ে যায় অর্থ বিত্ত ক্ষমতার হুংকার
ফিকে হয়ে যায় জৌলুশেভরা রাজকীয় জীবন
মিথ্যা হয়ে যায় জীবনের সব মান মর্যাদা অর্জন
ভালোবাসার চিরন্তন রূপ তুমি কি বুঝেছ
বুঝেছ তার অকল্পনীয় রূপের মায়াবী ছটা
যার কিরণে বিদূরিত হয় ঘোর তমানিশার অন্ধকার
জীবন ফিরে পায় নব উদ্যমে কাজ করার শক্তি সাহস
আবেগ অনুভূতি হারিয়ে যায় অতিন্দিয় জগতের শ্রেষ্ঠ মাকামে
অন্তরাত্মা লীন হতে চায় পরমাত্মার অনন্তসাগরে
ভালোবাসার চিরায়ত রূপ তুমি কি অনুধাবন করেছ
অনুভব করেছ তার অনির্বচনীয় মাধুর্যের ঐশী রূপ  
যার রূপ রসের মহিমান্বিত উদ্যানে বিকশিত হয় মন
প্রকাশিত হয় শুভ চিন্তা বিবেক বুদ্ধির ঐশ্বর্যময় ফসল
খুলে যায় বদ্ধ হৃদয়ের হাজারো জানালা
জীবন ও যৌবনের মণিকাঞ্চনে উদ্ভাসিত হয় আল্লাহর অপার মহিমা