আর কতকাল বাঁচব বলো
কষ্টেসৃষ্টে থাকব বলো
গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যাল্যান্স
কোন্টা চাই ঠিক পাই না।
ভাই, আমি ঠিক আরাম আয়েশ কিছু চাই না।
অলংকার, গয়নাগাঁটি
হীরে-মোতির মালা, বেশ খাঁটি
বউ বলে তুমি খুব ভালো
বেশি কিছু আমার চাই না।
ভাই, বউয়ের বাতিক আমি কখনোই ঠিক পাই না।
কেএফসি, পিঁজা হাট
ইংলিশ মিডিয়ামে কুপোকাত
ছেলে বলে, বাবা আমার ডিমান্ড সামান্য
বেশি কিছু আমি চাই না।
ভাই, ছেলের মতিগতি বোঝা যায় না।
বিউটি পার্লার, শপিং মল
থিয়েটার, সিনেমাহল
মেয়ে বলে, বাবা আমার সব ভালো
ঠিক পড়াশোনাটা মাথায় আসে না।
ভাই, মেয়ের ভীমরতি আমি যেন ঠিক পাই না।
এমনিভাবে চলছে ভুবন,
একুশ শতকের সংসার জীবন,
বিচিত্র ভাবনায় জীবন কাটে সকলের-
পরকালের ভাবনাটা ঠিক আসে না।
ভাই, আমরা আমাদের জীবনকে সুন্দর গড়ি না।