মংলার আকাশে বিদায়ের করুণ সুর বেজে উঠেছে
যে সুরের মূর্ছনায় ভেসে ভেসে স্থান কাল নির্বিশেষে
মনের সবটুকু আকুতি ছড়িয়ে পড়েছে সোনাডাঙ্গার অন্তহীন দিগন্তে।


পবিত্র বছর দুয়ের সম্পর্কে মন বাঁধা পড়ে গেছে
খুলনা সিটির আকাশে বাতাশে , রূপসা নদীর দুই তীরে
খোলা স্নিগ্ধ সমীরে , আবহমান মানুষের ঢেউয়ে , পথের ভিড়ে ।


এত আবেগ স্বপ্ন অনুভূতির জাল বুনে
নিরব অন্তরাত্মার জাগ্রত হাহাকার শুনে
আমি ধিরে ধিরে হারিয়ে যাই শহরে -নগরে
হারিয়ে যাই সরকারি কাজের ভিড়ে , মহামানবের সাগরতীরে ।