জৌলুশে ভরা জীবনের মাঝে মরীচিকাময় অনুভূতিহীন প্রান্তর,
গগনচুম্বী অট্টালিকার নিচে মানবতাশূন্য বসতভিটে,
নিষ্পেষিত মানুষের কণ্ঠে বেদনার করুণ সুর,
সভ্যতার নির্লজ্জ বেহায়াপনায় অসহায় আত্মাদের কানড়বা
সবকিছুই ঘিরে আছে জীবনের প্রতিটি পদে, ক্ষণে ক্ষণে।
ছেয়ে আছে সমাজের প্রতিটি ধারায় নীরবে নিভৃতে আনমনে
যার পদচারণায় ধূলিসাৎ শোষণহীন সমাজ বিনির্মাণের স্বপড়ব
অস্তমিত প্রায় সাম্যের সূর্য,
বাক্হীন মুক্তির গান
যা বিকলাঙ্গ শিশুর ন্যায় করুণাভিক্ষা করছে
নৈতিকতা বিবর্জিত অন্তঃসারশূন্য সমাজের কর্ণকুহরে
যার প্রতিধ্বনির অনুকম্পায় সিক্ত হয়েছে আকাশ-বাতাস
ব্যাথিত হয়েছে অন্তরাত্মা,
বিদ্রোহী হয়েছে মন
বিচারের আশায় দয়াময় আল্লাহর কাছে।