আমি প্রতিদিন ভাবি মানুষ হচ্ছি
প্রতিদিন ভাবি অন্তরকে আলোকিত করছি,
প্রতিদিন ভাবি মানুষের নৈকট্য অনুভব করছি
স্বর্গীয় মহিমার চাদরে নিজেকে জড়িয়ে রাখছি।
জড়িয়ে রাখছি নিজেকে শাশ্বত ইতিহাসের পাতায়
মহাকাব্যের খাতায়, যেখানে জীবনের সকল চাওয়াপাওয়া
একদিন সুর-তাল-লয় হয়ে মিলেমিশে যাবে মহাকালের গর্ভে।
মহাকাল সবকিছুকে ধারণ করে না,
ধারণ করে না অখ্যাত পল্লিতে জন্ম নেওয়া শিশুর জীবন
যেখানে জন্মের চেয়ে মতৃ ্যু বেশি সস্তা মনে হয়,
সস্তা মনে হয় ক্ষুধা পিপাসা
তার চেয়েও সস্তা মনে হয় অন্ধকারের পথে পা বাড়ানো
শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের কথা,
তবুও ঝড় ওঠে কিছু মানুষের জীবনে
যারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করে বেঁচে থাকে,
বেঁচে থাকে তাদের সংগ্রাম
বেঁচে থাকে তাদের সাধনা
পরম সাধনায় সিদ্ধিলাভ করে
তারা স্থান করে নেয় মহাকালের খাতায়।
আমিও তাদের একজন
যারা সাধনা করতে ভালোবাসে,
ভালোবাসে একমুঠো অনেড়বর জন্য
বেঁচে থাকার জন্য মাইলের পর মাইল পথ চলতে।
হাজারো কষ্টের প্রহর গুনে
হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে তারাই চেষ্টা করে একটু মানুষ হতে।
আমিও সেই চিরায়ত মানুষ হতে চাই
মহাকালের কর্মযজ্ঞে শামিল হতে চাই
মানুষ হওয়ার চেয়ে কঠিন কাজ আর নেই
কারণ সকলে মানুষ হতে পারে না,
মানুষ হওয়া যায় না।
তাং-১১/০৯/১৯ ইং, ঢাকা।