সেবার পূর্ণিমার দোলযাত্রায়
শেষ তোমাকে দেখেছি।
আজও মনে পড়ে সেদিনের কত স্মৃতি!
মেলায় তুমি বান্ধবীদের সাথে দোকান ঘুরে ঘুরে
কিনতেছিলে অনেক কিছু।
আমিও তোমার মোহনীয় রূপে আবিষ্ট হয়ে
নিয়েছিলাম তোমার পিছু।
মাঝেমধ্যে তুমি
দেখছিলে আমাকে পিছনে ফিরে।
যেন তোমার অনেক উৎসাহ ছিল
কেবল আমায় ঘিরে।
আমারও বুকটা
কাঁপছিল দুরুদুরু।
এ যেন জীবনের
কোনো নতুন অধ্যায় হয়েছিল শুরু।
তারপর তুমি হঠাৎ
আমার চোখের আড়াল হলে খানিকবাদে।
আমিও হলাম পেরেশান!
খুঁজেছিলাম তোমাকে তন্নতন্ন করে
প্রতিটি ভিড়ের মাঝে।
ছিল মনটা ব্যাকুল
বেশ কয়েকদিন।
মনে ঘিরে থাকত তোমার চিন্তা,
যেন আমি হয়েছি পাগল বিলকুল।
তারপর বেশ কয়েকবার
তোমাকে দেখেছিলাম আমাদের পাড়ায়।
চোখাচোখি হয়েছিল অনেক বটে,
ছিল মনে শঙ্কা কখন তোমায় হারাই।
তারপর তুমি হলে
হঠাৎ নিরুদ্দেশ।