কোনো কারণ ছাড়া কাউকে কি ভালোবাসা যায়
কোনো টান ছাড়া কি কারো কাছে আসা যায়
দিনে দিনে জমানো একটু একটু ভালোলাগা দিয়ে
মনের মানুষের ভালোবাসা কি ভুলে থাকা যায়
ভালোবাসা জন্ম নেয় খনে খনে
ভালোবাসা জন্ম নেয় হৃদয়ের গহিনে
তারপর কোনো একদিন হঠাৎ
ভালোলাগার চরম অনুভূতি ভালোবাসা
হয়ে প্রতিভাত হয় আমাদের জীবনে
কাউকে ভালো লাগতেই পারে
কাউকে পছন্দ হতেই পারে
অজানা শিহরনে হৃদয় মন
কেঁপে কেঁপে উঠতেই পারে
যে শিহরনের কোনো ধমর্  নেই
গোত্র নেই, বর্ণ নেই, জাত নেই
আছে শুধুই আবেগ
দুনিয়াজুড়ে যে শিহরনের একই আবেগ
একই অনুভূতি যা মানুষের মনকে ছুঁয়ে যায় গভীরে।
যে গভীরতায় নেই কোনো বিভেদ
নেই কোনো জাতপাতের বৈষম্য
নেই কোনো মানুষে মানুষে পার্থক্যের তারতম্য
আছে শুধুই একই অনুভূতি
যা নিমেষেই পৃথিবীর সকল মানুষকে
বেঁধে ফেলে এক অদৃশ্য মায়ার বন্ধনে
যেখানে মানুষের কোনো
ঘৃণা নেই বিদ্বেষ নেই
হিংসা নেই মারামারি নেই
আছে শুধুই মনের একরাশ ভালোবাসা
যে ভালোবাসার জন্ম হয় ঈশ্বরের আশীর্বাদে
যে ভালোবাসার জন্ম হয় পূর্ব হতে পশ্চিমে
সূর্যোদয় সূর্যাস্তের সাথে সাথে যে
ভালোবাসার কোনো পরিবর্তন নেই
নেই পরিবর্তন দিন মাস বছরে
যে ভালোবাসা অমান
অক্ষয় হয়ে রয়েছে
পৃথিবীপৃষ্ঠে চলমান প্রতিটি মানুষের অন্তরে
আমি ভালোবাসার শপথ নিয়েই বলছি
আমি সেই ভালোবাসাকেই দিব্যজ্ঞান করছি
যে ভালোবাসার জন্য চিরকাল লালায়িত এই গ্রহের প্রতিটি মানুষ।
তাং-০৩/১১/১৯ ইং, ঢাকা।