আমরা কেউ থাকব না,
এই সুন্দর পৃথিবী ছেড়ে
সকলে একদিন চলে যাব চিরতরে,
চলে যাব কাকডাকা কোনো ভোরে
অথবা নিশীথ রজনীতে নির্জনে।
আমি জানি নিশ্চিত নক্ষত্রের
পতনের ন্যায় আমি হারিয়ে যাব
প্রিয়জনের হৃদয়ের আকাশ হতে,
হারিয়ে যাব নীলগ্রহের পত্র পুষ্প পল্লবে
শোভিত মনোমুগ্ধকর বাতায়ন হতে।
কী লাভ এত ক্ষমতার দাপট দেখিয়ে,
এত অহংকার, এত দেমাক দেখিয়ে,
কী লাভ রাশি রাশি ভারা ভারা
অর্থসম্পদের পাহাড় গড়ে।
কী লাভ মানুষের ওপর
অন্যায় অত্যাচার করে লোভ লালসার দুর্গ গড়ে।
আমি কি পারব
অনন্তকাল বেঁচে থাকতে,
পারব বিত্তবৈভবের সাগরে
চিরকাল ডুব দিয়ে থাকতে,
পারব কি চিরযৌবনের স্বাদ আস্বাদন করতে?
না না কখনোই না,
কারণ, শীর্ণ আমি,
জীর্ণ আমি,
রোগে শোকে কাতর অসহায় আমি,
মরণশীল দুনিয়ায় চলে ফিরে বেড়ানো পথিক আমি।
আমার চোখের দৃষ্টি একদিন
ঝাপসা হয়ে যাবে,
গায়ের চামড়া হয়ে যাবে ঢিলা,
যৌবন হয়ে যাবে ফিকে,
দুনিয়ার কিছুই আর ভালো লাগবে না,
তখন শুধুই প্রহর গুনব
পরপারের ডাকের।
তাহলে এত বিত্তবৈভব, অর্থক্ষমতা, ধনসম্পদ
কিসের জন্য কার জন্য।
আমরা কি পারি না
মানুষের পৃথিবীতে শুধুই মানুষ হতে,
মানুষ ও মানবতার জন্য কিছু করতে,
পারি না সারাজীবন মানুষের সেবা করতে?
পারি না মানুষের ভালোবাসা অর্জন করে
জগতের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে?
তাহলেই মানুষের জয় হবে,
মানবতার জয় হবে,
সুজলা সুফলা শস্য শ্যামলা
ধরণী হবে চিরশান্তির নীড়।