সহ্যের সীমা-পরিসীমার ব্যাপ্তি পেরিয়ে,
প্রচন্ড পরিশ্রম ও সাধনার সাগর ডিঙিয়ে
আমি ছুটে চলেছি মহাকালের সেই চিরায়ত সত্যের পথে
যেখানে ফিকে হয়ে যায় কষ্ট ও যন্ত্রণার অনুভূতিগুলো,
ম্লান হয়ে যায় মান-অভিমানের সমীকরণগুলো।
বিলীন হয়ে যায় বিরহ স্মৃতিকাতর দিনগুলো
শুধুই মনে হয়, আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি
মহাকালের অতল গহ্বরে চিরশান্তির অচেনা কোনো দেশে
যেখানে মেঘের কোলে রোদ নৃত্য করে।
অশান্তির প্রচ- ডামাডোলেও আকাশে শান্তির পায়রা উড়ে
নিমিষেই হারিয়ে যায় আমি আত্মার দেশে
যেখানে স্থান নেই, কাল নেই, অনুভূতি নেই,
আছে শুধুই অনাবিল শান্তি-চিরশান্তি।