জ্ঞান হওয়ার পর থেকেই
পার্থিব জীবনে আমি চেয়েছি
একটু শান্তি।
আমি বেশি কিছু চাইনি
চাইনি ধনসম্পদ, সুরম্য অট্টালিকা,
আমোদ প্রমোদে পরিপূর্ণ
বিলাসী জীবন।
চাইনি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া
লাগামহীন অসুস্থ ভুবন।
চেয়েছি শুধুই শান্তি
একটু শান্তি!
যা আমার মনে ভরিয়ে দেবে
স্বর্গীয় আলোর অপরূপ ছটায়।
চিরচঞ্চল মনকে করে দেবে শান্ত
অনাবিল সুখের পরশ
আমার মনকে ছুঁয়ে যাবে গভীরে।
আমি বেশি কিছু চাইনি
চেয়েছি শুদ্ধতায় পরিপূর্ণ জীবন,
সকল মানুষের নিরন্তর ভালোবাসা,
সৌহার্দ্য সম্প্রীতিতে পূর্ণ আলোকময় ভুবন,
যে ভুবন মানুষকে বাঁচতে শেখায়
বাঁচিয়ে রাখে সমাজের হাজারো মানুষের স্বপ্ন।
আমি চেয়েছি যেন
সকল ভেদাভেদ ও বিভেদের প্রাচীর
ভেঙে মানুষের মাঝে তৈরি হয়
ভালোবাসার অদৃশ্য বন্ধন,
যে বন্ধনে বাঁধা পড়ে যায়
পরিবার সমাজ রাষ্ট্রের প্রতিটি মানুষ।
আমি চেয়েছি
শান্তির শীতল বাতাস যেন
বইতে শুরু করে সবখানে,
মারামারি হানাহানি বন্ধ হয়ে
যায় চিরতরে,
চারিদিকে বিরাজ করে
শুধুই শান্তি।
হ্যাঁ আমি অমনটিই চেয়েছিলাম
চেয়েছিলাম শুধুই