আমি পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দেখিনি
দেখিনি স্বপেড়বর সুইজারল্যান্ড
দেখিনি নিশীথ সূর্যের দেশ নরওয়ে কিংবা ফিনল্যান্ড
দেখিনি অনেক কিছুই দু-চোখ ভরে
যা দুনিয়ার আনাচেকানাচে ছড়িয়ে
রয়েছে বহুবছর ধরে।
বহুবছর ধরে মনে অনেক কিছুই
দেখার বাসনা জেগেছিল
জেগেছিল ইচ্ছা ঘুরে ঘুরে দেখব
প্রকৃতির অপার সৌন্দয্যের লীলা
যে লীলার প্রতিভাস দেশ মহাদেশের
গণ্ডি পেরিয়ে ছড়িয়ে আছে এ ধরণির পরতে পরতে।
কিন্তু পারিনি মনের আশ মেটাতে
পারিনি সংসারের ব্যস্ততায়
সময়ের রাশ টেনে ধরতে
পারিনি মনের অনন্ত পিপাসার
সাগরে নিজেকে সম্পূর্ণরূপে অবগাহন করতে।
পারিনি অনেক কিছুই পারিনি
তবুও হইনি আমি হতাশ
হয়নি শেষ মনের যত আবেগ ও উচ্ছা¡ স
সেই উচ্ছ্বাস সেদিন চিরায়ত রূপ ধারণ করেছিল
যেদিন ঘরের ছোট্ট কোণে আনমনে
আমি উঁকি দিয়েছিলাম জানালা দিয়ে বাইরে।
বাংলার অনির্বচনীয় রূপের
অপূর্ব আলোকচ্ছটা
আমার হৃদয়কে মোহিত করেছিল গভীরভাবে।
দৃষ্টিনন্দন অনুপম আমক্র াননে
ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুকুহু
তানে শিহরিত মন, ফসলের খেতে
সুজলা সুফলা সোনালি ফসলের অনন্তযৌবন,
সারি সারি গাছের পাশ দিয়ে বয়ে চলা
প্রমত্ত পদ্মার ঢেউয়ে পুলকিত কিশোরের রোমাঞ্চকর মন।
এসবই আমার মনকে ছুঁয়ে গিয়েছিল গভীরে
আমিও ভুলে গিয়েছিলাম কষ্টের কথা
ভুলে গিয়েছিলাম বসুন্ধরা না-দেখার ব্যথা,
আজ নেই মনে দুঃখ
আজ নেই মনে কোনো কষ্ট
মনে অনুশোচনা আছে বেশ তো
বুঝেছি কাশ্মীর
বুঝেছি সুইজারল্যান্ড
কী বুঝিনি আমি
এটুকুই আমি বুঝিনি
বাংলার রূপ সবচেয়ে দামি।
তাং-২৯/০৯/১৯ ইং, ঢাকা।