নশ্বর জগতের উদ্বায়ী আশা ও ভরসার খেয়ালে পাল তুলে
অযাচিত কষ্ট দুঃখ ও যন্ত্রণার অপরিণামদর্শী ফলাফল বয়ে
আমি ছুটে চলেছি মরীচিকাসম পথ ধরে ভ্রান্তির দোলাচলে
যেখানে যৌবনের মাতাল হাওয়ায় জীবন হারিয়ে যায় ছলনার বিভীষিকায়
অর্থবিত্তের কশা চাবুকে বেড়ে যায় অহংকার ও গর্বের সীমাহীন দৌরাত্ম্য
মনের ঐশ্বর্য ঢাকা পড়ে যায় পার্থিব ঐশ্বর্যের ভিড়ে
তবুও সত্যের শাশ্বত ভুবনে বাস করার বড়োই সাধ আমার
জাগতিক সবকিছুই বড্ড মিছে মনে হয় সময়ের চোরাবালিতে
কামনা-বাসনা সবকিছুই পানসে হয়ে যায় কালের পরিক্রমায়
বরং উলঙ্গ অলৌকিক সত্য বারে বারে ধরা দেয় মনের মণিকোঠায়
ঈশ্বর প্রেম ভিন্ন সবকিছুই যেন ধোঁয়াশার আবরণ।