রংধনুর সাত রঙ সেদিন
আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল গভীরে।
হৃদয়ের খোলা জানালায় বসে
আমি দুচোখ ভরে দেখেছি
এই বিশাল ধরণীর অনির্বচনীয় সৌন্দর্য,
দেখেছি আলো-আঁধারের খেলা
যেখানে সভ্যতার চোখ-ঝলসানো
উনড়বতির যুগে কোটি কোটি
মানুষের দল একটু শান্তির আশায়
গা ভাসিয়ে দিয়েছে
গড্ডলিকা প্রবাহে।
বিত্তবৈভবের সাগরে
বাস করেও একটুও কমেনি
কিছু মানুষের অর্থসম্পদ অর্জনের লিপ্সা।
ওদিকে শোষণ শাসনের জাঁতাকলে পড়ে
লাখ লাখ মানুষ মানবিক সাহায্যের
আশায় ধরনা দিয়ে বেড়ায়
সমাজপতিদের দ্বারে দ্বারে।
বিচারহীন মানুষ অবিচারের
আশায় ভুলে যায়
সমাধানের পথ, মুক্তির পথ।
আমি সবকিছুই দেখি,
হৃদয়ের জানালা দিয়ে দেখি,
শুনি চারপাশের মানুষের কথা
যাদের জন্য অনুভব করি অন্তরে ব্যথা।
দুহাত তুলি বিধাতারে বলি :
প্রভু, মানুষকে করো জ্ঞানদান।
খুলে দাও তুমি বিবেকের দরজা
অনুভব করুক মানুষ মানুষের প্রতি ভ্রাতৃত্বের টান।