ক্লান্তিকর বিদগ্ধ জীবনের বহু চরাই উতরাই পেরিয়ে
চাওয়া ও পাওয়ার অজস্র ইতিহাস মাড়িয়ে
হন্যে হয়ে ছুটে চলেছি আমি পথিকের বেশে
হেটে চলেছি অবিরামভাবে অজানা নিরুদেশে
যেখানে অনন্ত জীবনের কথা চুপিসারে কানে কানে বলে যায় আবাবিল পাখি
হুদহুদ পাখি হাতছানি দিয়ে ডাকে আত্মার চিরন্তন রাজ্যে
আবে হায়াতের সন্ধানে কেটে যায় যৌবনের মহিমান্বিত বসন্ত
ছিঁড়ে যায়  জাগতিক বন্ধন
মন ছুটে যেতে চায় অসীমের পানে
চিরায়ত মুক্তির টানে
মিলিত হয়ে চায় আল্লাহর দয়া মায়া ও ক্ষমার অনন্ত সাগরে
যার আশায় তৃষিত আত্মা হাহাকার করে প্রতিদিন প্রতিক্ষণ