আমি পারিনি
তুমিই পেরেছ
আমি হারিনি
তুমিই হেরেছ
আমি বুঝিনি
তুমিই বুঝেছ
আমি ডাকিনি
তুমিই ডেকেছ
অবশেষে কী হলো
আমি হাসিনি
তুমিই হেসেছ
তুমি চিরদিন হেসেছ
তুমি চিরদিন গেয়েছ
কিন্তু তুমিই চিরদিন বলেছ
তুমি কোনোদিন সুখ পাওনি আমার কাছে
তুমি কোনোদিন শান্তি পাওনি আমার কাছে
কেন তবে এত আয়োজন
কেন তবে এত মনোরঞ্জন
কেন তবে হৃদয়ের খেলায় নেই কোনো মেলবন্ধন!
তবুও আমি স্বপ্ন দেখি
তোমাকে নিয়েই সুখী হব
তোমাকে নিয়েই পথ চলব
সুখীশান্তিতে পথ চলে
দৃষ্টান্তের নিদর্শন গড়ব।
তাং ৩১/১০/১৯ ইং, ঢাকা।