চিরদিন দুঃখ কষ্ট ও যন্ত্রণার চোরাবালিতে জীবন যাপন করে
হেঁয়ালি সুখের স্বাচ্ছন্দ্যময় ভুবনে মেকি ভালোবাসার রং দেখে
আমি ধীরে ধীরে পিষ্ট হচ্ছি অমানুষিক যন্ত্রণার যাঁতাকলে
নিষ্প্রাণ শুষ্ক বিরানভূমির ধূসর পথে পা ফেলে ফেলে
ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়ে এগিয়ে চলেছি দুর্ভাগ্যের অন্তহীন দিগন্তে।
তবু ব্যাথাহত হৃদয়ের প্রতিটি কোণে ভালোবাসায় নিত্য নতুন ফুল ফোটে
জোছনাময় রজনীর অপূর্ব আলোয় প্রিয়ার সহাস্য বদনখানি দেখে
পরিণয়ের বদ্ধ জীর্ণ প্রাসাদে প্রণয়ের বাহারি আলোকসজ্জা ঘটে।
পাওনা না পাওয়ার সমীকরণ মিলিয়ে যায় শূন্যে
দিগন্ত জোড়া আকাশের নিচে শুধু দুটি আত্মা মিলেমিশে হয়ে যায় একাকার।
আবারো ঊর্বশী রাত্রির কোলে মাথা রেখে প্রভাতের আগমন ঘটে
অনন্ত যৌবনের মাঝে পাল তোলে দুঃসাহসী মন
সমাজ, সংসার জাগতিক সবকিছুই বড্ড তুচ্ছ মনে হয়
প্রেমহীন, বিষণ্ন নিরামিষ জীবনের ক্রান্তিলগ্নে।