ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে পৃথিবী
জোছনাময় রজনির বুকে তুষারের ঢেউ
উত্তাল আকাশ-বাতাস উত্তাল মহাসমুদ্র
সাগরের বুক চিরে ছুটে চলেছে একটি জাহাজ তার গন্তব্যে
হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল জাহাজ
সাগরের বিস্তৃত জলরাশির কী আম্ফালন!
প্রকাণ্ড ঢেউয়ের কী বড়ো বড়ো গর্জন
যেন গোগ্রাসে গিলে ফেলবে জাহাজটাকে
ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল সকলে
ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল কর্তব্যরত নাবিকের দল
কারো মাঝে রইল না বেঁচে থাকার মনোবল
কিন্তু একজনের মনোবল টলেনি
টলেনি মনের সাহস ও বেঁচে থাকার সদিচ্ছা
তিনিই ধরলেন হাল
তিনি মাইকে দিলেন মুহুর্মুহু আওয়াজ
দিলেন তিনি নির্দেশনা আর ধরলেন কঠোর মেজাজ
অবশেষে তিনিই পারলেন
তিনিই পরিস্থিতি সামাল দিলেন
মনে হলো হার মানেনি কেউ
জাহাজের ক্যাপ্টেন বললেন
আমরা পেরেছি!
আমরা পেরেছি!
প্রকৃতির সাথে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি
তিনি সকলের উদ্দেশে বললেন
তোমরা কি জানো
কী ছিল আমাদের বেঁচে থাকার সম্বল?
উত্তর দিতে বাদ পড়েনি কেউ
কিন্তু পারেনি কেউ বলতে
একতাই ছিল আমাদের শক্তি
একতাই ছিল আমাদের বেঁচে থাকার ঢেউ।