ইচ্ছের অনন্ত সমুদ্রে সড়বান করে পবিত্র আত্মা আমি
পাপ-পুণ্যের হিসাব-নিকাশে সিদ্ধহস্ত যোগী আমি।
আমিই প্রেমের স্বাধীন রাজ্যে বাস করেও আল্লাহর দাস
আমিই আমাতে ফানা হয়ে খুঁজি পরম অস্তিত্বের বিরাজ
যে অস্তিত্বের খোঁজে প্রতিদিন আমার মন কাবা অনুভব করে
ব্যাকুলতার অনন্ত হাতছানি।
প্রতীক্ষার অতন্দ্র প্রহর,
মহামিলনের আকাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ
যে ক্ষণের সাক্ষী হয়ে শিরা-ধমনি অস্থিমজ্জার রক্তজালিকা ছুঁয়ে
হৃদয় প্রকোষ্ঠে জ্বলে ওঠে এক আশ্চর্য চেরাগ
যার অগ্নিশিখার স্পর্শে
কেটে যায় ঘোর অমানিশার অন্ধকার,
খুলে যায় বদ্ধ মনের হাজারো দুয়ার।
হালকা হয়ে আসে পার্থিব চাওয়া-পাওয়ার সমীকরণ,
ফিকে হয়ে আসে রঙিন দুনিয়ার স্বপ্নগুলো
পার্থিব হাসি কান্নার জগৎ পেরিয়ে
আলেয়া ও কুহেলিকার বিভ্রান্তি এড়িয়ে
তৃষিত আত্মা কেবলই লীন হতে চায় পরমআত্মার অনন্তসাগরে,
যেখানে স্থান নেই,
কাল নেই,
পাত্র নেই,
আছে শুধুই আল্লাহ্,
এক আল্লাহ্।