সকালের এক পশলা বৃষ্টি
আমার মনে জাগিয়েছিল শ্রাবণের ধারা,
ঠাণ্ডা বাতাসের হালকা ছোঁয়ায় আমি হারিয়ে যাই
ঐ যে দূরে মেঘের দেশে রাজকুমারের বেশে।
ঈশ্বরের নিপুণ সৃষ্টির শৈল্পিক রূপ
হৃদয়ে ধারণ করে আমি অপার বিস্ময়ে চেয়ে থাকি
প্রকৃতির অপরূপ রূপ দর্শনে, গভীর চিন্তায় নিমগ্ন আমি,
আছি নীরবে নিভৃতে আনমনে, শ্রাবণের ক্ষণে।
অবিরাম বৃষ্টির ধারা
ছন্দ আকারে নেমে আসে ধরণীর বুকে
আমিও তাকিয়ে থাকি একপলকে,
জেগে ওঠে প্রকৃতিতে প্রাণসৃষ্টির অলক্ষে।
বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটায়
লুকিয়ে আছে সৃষ্টির অমিয় সুধা
যা প্রতিনিয়ত প্রকৃতিতে আনে বৈচিত্র্যের ধারা,
যা আমার হৃদয়কে করেছে আজ পাগলপারা।
তাপদগ্ধ ভূতলে বহুদিন পর
বৃষ্টির ফোয়ারা জনমনে নিয়ে আসে স্বস্তির নিশ্বাস
সকল প্রকার ক্লান্তি-জরা মুছে প্রকৃতি ফিরেছে নতুন সাজে,
তাইতো আমার প্রাণে বাঁশি বাজে।