ইচ্ছে ছিল জানালা খুলে
দেখব জগৎটাকে, উৎকীর্ণ
করব বিবেকটাকে বিশ্বমানবতার
বৃহৎ প্রাঙ্গণে, যেখানে এক হয়েছে
সুর-তাল-লয়, বসেছে শুধুই মানুষের মিলনমেলা।
ইচ্ছে ছিল ভোরের বেলা
মুক্ত বাতাসে খোলা
আকাশের নিচে বসব, ফেলব
স্বস্তির নিশ্বাস, মনের সবটুকু
জঞ্জাল সরিয়ে সত্যের আলোয় অন্তরকে উদ্ভাসিত করব।
ইচ্ছে ছিল বিকেলে
খোলা বারান্দায় দাঁড়িয়ে
নদীর তীরে সূর্যাস্তের দৃশ্য
উপভোগ করব, রক্তিম আভার
সবটুকু হৃদয়ে মেখে নতুন দিনের
নতুন ক্ষণের স্বপড়ব দেখব, সবার মাঝে নিত্যনতুন সাজে।
ইচ্ছে ছিল নীল প্রজাপতি হয়ে
ডানা মেলে আমি উড়ব
তোমার হৃদয়ের আকাশে,
বর্ণিল রঙে আলোকিত করব
তোমার ভুবন, আনন্দের স্বর্গীয় শিহরন
ভরে যাবে আমার হৃদয়-মন।
ইচ্ছে ছিল বসন্তের কোকিল হয়ে
আমি ফিরে আসব
তোমার জীবনে, বসব কৃষ্ণচূড়ার নিচে।
তোমার একরাশ ঘন কালে
মাঝে নিজেকে হারিয়ে ফেলব।
ক্ষণিকের তরে পৃথিবীর সবকিছু ভুলে
নিজেকে আবিষ্কার করব প্রেমিকের বেশে,
কোনো এক রোমান্টিকতার দেশে।
ইচ্ছে ছিল সারাজীবন
মানুষের সবটুকু হৃদয়জুড়ে থাকব,
মানুষের সাথে থাকব, মানুষের পাশে থাকব।
বিপদে-আপদে পাশে থেকে আমি মানুষের কথা ভাবব।