আমি জীবনের কতটুকু বা দেখেছি
হয়তোবা পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগরের সৈকতে
পড়ে থাকা কোটি কোটি বালুকারাশির মধ্যে একটি
বিন্দুবৎ বালুকাই হবে।
তাহলে মনে এখন প্রশ্ন জাগে,
আমি জীবনকে কতটুকু দেখেছি?
মোটা দাগে বললে আমি জীবনের অনেক কিছুই দেখিনি।
এই জীবনের রূপ, রস, গন্ধ, বৈচিত্র্যের
কোনো সীমা-পরিসীমা নেই।
আমরা যে যেভাবে জীবনকে দেখি
সেটাই আমাদের কাছে অনেককিছুই মনে হয়।
জীবন আসলেই অতলস্পর্শী!
যার কোনো নির্দিষ্ট ব্যকরণ নেই।
কারো কাছে জীবনটা ছন্দের,
কারো কাছে আবার শুধুই আনন্দের
আবার অনেক মানুষ আছে যাদের কাছে জীবন মানেই
দুঃখ, কষ্ট, যন্ত্রণার নকশিকাঁথা।
যদিও এমন মানুষ খুঁজে পাওয়া ভার
যাকে কোনোদিন দুঃখ স্পর্শ করেনি,
হোক না সে কোনো কোটিপতির ছেলে বা মেয়ে।
একইভাবে যে কুঁড়েঘরে বাস করে
তাঁর জীবনেও থাকতে পারে আনন্দের জোয়ার।
আসলেই জীবনের সংজ্ঞা খুঁজে পাওয়া কঠিন।
এ জীবনের লীলা বোঝা বড় ভার!
এ জীবন বিধাতার অপার দান,
আমরা জীবনকে বুঝতে চেষ্টা করি।
আমি সব জেনে, গেছি আমি সব বুঝে গেছি,
এমন চিন্তা বাদ দিই।
পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াই,
হাতে হাত ধরে
মানুষের বিপদে পাশে দাঁড়াই।