আমি আজীবন চেয়েছিলাম থাকতে তোমার পাশে,
আনন্দে ভালোবেসে; হয়েছিলাম আবেগে আত্মহারা
করেছিলাম আমি পণ-মিলব তোমার সনে
অনন্তকাল শেষে, আনন্দে ভালোবেসে।
চেয়েছিলাম আমি শুনতে বিষের বাঁশি যদি তুমি
থাকতে আমার পাশে; আনন্দে ভালোবেসে।
ভেবেছিলাম তব প্রেমসুধা পান করে হব মত্ত আমি
প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে, আনন্দে ভালোবেসে।
কাটাতে চেয়েছিলাম আমি তিমির রাত্রি যদি তুমি
প্রেমসখা হয়ে কাটাও আমার পাশে অটুট বিশ্বাসে;
আমি অপার চিত্তে সইতে পারি লাজ, লজ্জা, গ্লানি
যদি তুমি থাকতে আমার পাশে আনন্দে ভালোবেসে।
বসতে চেয়েছিলাম কৃষ্ণচূড়ার নিচে যদি তুমি
থাকতে আমার পাশে আনন্দ-আবেশে ভালোবেসে।
লুটাতে চেয়েছিলাম সকল সুখ শান্তি তব পায়ে
যদি তুমি থাকতে আমার পাশে আনন্দে ভালোবেসে।
হৃদয়ের জানালা খোলা রেখেছিলাম যদি তুমি
আসতে বায়ু হয়ে নিঃশব্দে আনমনে আনন্দে ভালোবেসে।
আনতে চেয়েছিলাম স্বর্গীয় ভালোবাসা দেহ-মনে
যদি তুমি থাকতে আমার পাশে আনন্দে ভালোবেসে।
রাগ-অনুরাগে সিক্ত হতে চেয়েছিলাম সারাজীবন
যদি তুমি থাকতে আমার পাশে আনন্দে ভালোবেসে।
প্রেমের বিজয়মাল্য পরাতে চেয়েছিলাম চিরজনমের তরে
যদি তুমি থাকতে আমার পাশে আনন্দে ভালোবেসে।