বিকারগ্রস্থ মনের মাঝে লৌকিক প্রশান্তির সান্ত্বনা বয়ে
আরাম আয়েশি জীবনের কল্পনাচারি মনের খায়েশ সয়ে
আমি ধিরে ধিরে এগিয়ে যাচ্ছি উদভ্রান্ত মানসিকতার অন্তহীন দিগন্তে ।
তবুও অশান্ত মনে জাগেনি উৎকণ্ঠার পুনঃপুনঃ ঢেউ
উদ্বেলিত হৃদয়ের কোনে জমা হয়নি বেদনার শিশিরবিন্দু
শত শত বাধা বিপত্তিতে বিজয়ী হয়েছে কেবল ধৈর্যশীল মন
ঐশ্বরিক ছত্রছায়ায় পাড়ি দিয়েছে দুর্গম দুর্ভেদ্য হিমালয় ।
আবারো জীবনে রঙ ফিরেছে সন্ধ্যাতাঁরার সাক্ষী হয়ে
জোছনার প্লাবনে রাতের যৌবন মজেছে আকাশ ছুঁয়ে
নিমিষেই লাল নীল কৃষ্ণচূড়ার ভরে গেছে জীবনের প্রাঙ্গণ
কালের অভিযাত্রায় আমাকে হাতছানি দিয়ে ডাকে অনন্ত যৌবন ।