আমি চেয়েছিলাম
বিখ্যাতদের মতো আকাশকে ছুঁতে।
চেয়েছিলাম হিমালয়ের মতো
মাথা উঁচু করে দাঁড়াতে
বিশ্ববাসীর সামনে,
জীবনের প্রতিটি ক্ষণে নির্ভীক মনে।
চেয়েছিলাম বীরের মতো
ঘোড়া ছুটিয়ে জয় করতে
দেশের পর দেশ।
কিন্তু না, রাজ্য-দেশ জয়ের চেয়ে
মানুষের হৃদয়কে জয় করা
অনেক কঠিন মনে হলো শেষমেশ।
হ্যাঁ, দেশ, রাজ্য জয়
এটা তো সবাই করে।
আমি চেয়েছিলাম মানুষের মনের
ছোট্ট একটি কোণে
নিজেকে ঠাঁই করে নিতে
চিরজনমের তরে।
আমি প্রেমের ভিখারি
প্রেম করে যাই মানুষের তরে
প্রেমের মূল্য চুকিয়ে যাব সারাজনম ধরে।
নাহি চাই খ্যাতি নাহি চাই যশ
মানুষের ভালোবাসায় চিরকাল থাকতে চাই সরস।