বিকেলের মিষ্টি রোদের সোনালি পরশ
ছুঁয়ে গিয়েছিল আমার মনকে গভীরে,
ইতিহাসের পাতা উলটে উলটে
করছিলাম স্মরণ অতীত জীবনের
স্মৃতিমধুর দিনগুলো।
অতীতে কী ছিলাম,
আজ আমি কী হয়েছি,
কত কষ্ট, কত সংগ্রাম
কত যাতনা, কত দুঃখ পেরিয়ে
আজ আমি পেয়েছি একটু ঠাঁই
এই সমাজের বুকে অশ্র“সজল চোখে।
পেয়েছি একটু সম্মান, মর্যাদা
এই বিশাল পৃথিবীর ছোট্ট একটি কোণে।
হয়তো হয়েছে চলার পথে কিছু ভুল
কিন্তু শুধরিয়ে নিয়ে নিজেকে
এগিয়ে গেছি চলার পথে বিলকুল।
মাগি দোয়া সকলের কাছে
পারি করতে সেবা দেশের মানুষকে নিশ্চয়,
এগিয়ে চলি কর্তব্যের পথে
ত্যাগের খাতিরে মৃত্যুকে না করি ভয়।