আমি কষ্টের কাছে হার মানিনি,
আমি কষ্টের ভয়ে দমে যাইনি
হাজারো কষ্টের বোঝা সয়ে
আমি এখনো নিঃশেষ হয়ে যায়নি।
নিঃশেষ হয়ে যায়নি আমার চিন্তা-চেতনার শক্তি
নিঃশেষ হয় যায় যায়নি অন্তরের অফুরন্ত প্রাণশক্তি
হ্যাঁ আছেই তো আমার অফুরন্ত প্রাণশক্তি
যার বদৌলতে এক নিমেষেই
কষ্ট ও দুঃখের সব পানি শুকিয়ে যায়,
শুকিয়ে যায় বেদনার ক্ষত
কিন্তু কখনোই হয়নি আমার মস্তক অবনত
অবনত মস্তকে কেউ কি দুনিয়ায় বাঁচতে চাই
কখনোই না
কিছুতেই না
কারণ বেঁচে থাকার মাঝে একটি শিল্প আছে
বেঁচে থাকার মাঝে জীবনের গল্প আছে
যে গল্পের সুরে সুর মিলিয়ে
বেঁচে থাকে হাজারো মানুষ,
যা মানুষকে বাঁচতে শেখায়
বাঁচিয়ে রাখে হাজারো মানুষের অন্তরে লালিত স্বপড়বগুলোকে,
যে স্বপেড়বর মাঝে নেই কোনো খাদ
আছে শুধু আত্মত্যাগ,
সীমাহীন আত্মত্যাগ
ত্যাগের মহিমায় সমুনড়বত চিরঞ্জীব মানুষের দল
নিজেদের স্থান করে নেয়
রুদ্ধশ্বাস রোমাঞ্চে পূর্ণ মহাকাব্যের খাতায়
হাজার বছরের ইতিহাসের পাতায়
যে ইতিহাস কোনোদিন পুরোনো হয় না
যে ইতিহাস কোনোদিন মুছে যায় না
যে ইতিহাস অমর অক্ষয় হয়ে থাকে
মহাকালের পাতায়, যার বন্দনায়
রত থাকে মানুষদল আজীবন।
আমিও সেই কষ্টের মহাকাব্যের প্রহর গুনতে চাই,
কষ্টের মাঝেই স্বস্তি পেতে চাই,
কষ্টের মাঝেই শান্তি পেতে চাই
কারণ কষ্টের চেয়ে বড়ো মহৌষধ জগতে নেই।