নিজেকে মানবতার চাদরে মুড়ে
যাপিতজীবনের হাজারো কষ্ট সয়ে
আমি ছুটে চলেছি অন্তহীন দিগন্তে
যেখানে ধুয়ে-মুছে শেষ হয়ে যায়
ক্লান্তিকর একঘেয়ে জীবনের গল্পগুলো,
বিলীন হয়ে যায় দুঃস্বপেড়বর স্মৃতিগুলো,
হালকা হয়ে আসে মানসিক যন্ত্রণার অনুভূতিগুলো
তবুও ছুটে চলার অদম্য ইচ্ছা আমাকে ঘিরে থাকে সারাক্ষণ।
আমার সমস্ত ইন্দ্রিয় অস্থি মজ্জায় বয়ে যায় প্লাবন,
অদ্ভুত অলৌকিকতার ছটায় ভেসে যায় মন,
ছিঁড়ে যায় সকল অনাহূত বন্ধন।
আমি হারিয়ে যাই সাত আসমানের উপরে
আল্লাহর আরশের সামনে
যেখানে মিলনের আকাক্সক্ষায় শেষ হয়ে আত্মার নিগূঢ় কষ্টগুলো।